বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » ডুমুরিয়ায় ৩০ টাকা কেজি মূল্যে চাল বিক্রি শুরু
ডুমুরিয়ায় ৩০ টাকা কেজি মূল্যে চাল বিক্রি শুরু
ডুমুরিয়া প্রতিনিধি
বাংলাদেশের প্রতিটি উপজেলায় গতকাল বুধবার থেকে ওএমএস‘র চাল বিক্রির কথা থাকলেও ডুমুরিয়া
উপজেলায় বিক্রিয় হয়নি।অফিসিয়াল কাগজপত্র প্রস্তুত ও ডিলার নিয়োগে বিলম্ব হওয়ায় যথা সময়ে
কাযক্রম শুরু করা যায়নি বলে জানান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক।তবে আজ বৃহস্পতিবার থেকে চাল বিক্রি
শুরু বলে জানান তিনি।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ বজলুর রহমান গাজী জানান ডুমুরিয়ায় সদরে তিনটি পয়েন্টে ৩০ টাকা কেজি মূল্যে মাথা প্রতি কেজি হারে চাল বিক্রিয় হবে।এ জন্য গতকাল বুধবার বিকেলে ডিলার নিয়োগ বিষয়ক মিটিংয়ে শেষে আসফার আলী জোয়াদ্দার,প্রভাষ কুমার রায় ও প্রনব মূখার্জীকে ডিলার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।আজ থেকে সপ্তাহে ৬ দিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ৩০ টাকা কজি মূল্যে সিদ্ধ চাল বিক্রি করা হবে।