রবিবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কৃষি » কেশবপুরে ৪ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন
কেশবপুরে ৪ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৪ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা রবিবার বিকালে স্থানীয় পাবলিক ময়দানেউদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ফিতা কেটে ৪ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী হাবীবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন ও ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান, সাংবাদিক শামীম রোজা, জাকির হোসেন সবুজ প্রমুখ। উদ্বোধনের পূর্বে একটি র্যালি অনুষ্ঠিত হয়।