মঙ্গলবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় শরতের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন
পাইকগাছায় শরতের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন
আফরা নাজলীন ॥
পাইকগাছায় শরতের মধ্যে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। অস্বাভাবিক গরমের প্রভাবে দেখা দিয়েছে স্বর্দি, জ্বর ও চুলকানি সহ নানা ধরণের রোগ। আক্রান্ত হচ্ছে শিশু ও নারী সহ বয়স্ক লোকজন। নিয়ম অনুযায়ী ভাদ্র ও আশ্বিন মাস শরৎ কাল। ঋতুরাণী শরতের প্রায় দেড় মাস অতিবাহিত হতে চলেছে। ষড় ঋতুর বৈশিষ্ট অনুযায়ী শরতের সময় দিনে কিছুটা গরমের উষ্ণুতা থাকলেও রাতে শিশিরভেজা হিমশিতল হাওয়া বইতে থাকে। কিন্তু এবারের শরতের বৈশিষ্টে যেন ভিন্নতা রয়েছে। দিনে যেমন প্রচন্ড গরম তেমনি রাতেও পড়ছে ভ্যাপসা গরম। শরতের উত্তাপ আবহাওয়া গরমের মৌসুমকে যেন হার মানিয়ে দিয়েছে। আর অসময়ের প্রচন্ড এ ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ব্যাহত হচ্ছে দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম। অপরদিকে গরমের প্রভাবে দেখা দিয়েছে বিভিন্ন ধরণের রোগ বালাই। এতে আক্রান্ত হচ্ছে বিভিন্ন বয়সের মানুষ। তবে বেশি আক্রান্ত হচ্ছে শিশু, নারী ও বয়স্করা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মিঠুন দেবনাথ জানান, সাম্প্রতিক সময়ের ভ্যাপসা গরমে স্বর্দি, জ্বর ও চুলকানি সহ নানা ধরণের রোগ দেখা দিয়েছে। এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। অন্যসময়ের চেয়ে বর্তমানে হাসপাতালে শিশু রোগীর সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান। এ ধরণের রোগ প্রতিরোধে শিশুদের প্রতি বাড়তি পরিচর্যার প্রয়োজন উল্লেখ করে এ ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।