বুধবার ● ৪ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে গ্রাম আদালত পরিচালনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
আশাশুনিতে গ্রাম আদালত পরিচালনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
আহসান হাবিব : আশাশুনিতে কার্যকরী গ্রাম আদালত পরিচালনা বিষয়ে সচেতনতা বৃৃদ্ধিতে মুুখ্য অংশীজনের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে স্থানীয় সমবায় বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রীয়করন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানা। ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা কো-অর্ডিনেটর অক্ষয় কুমার সরকারের উপস্থাপনায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ফ্যাসিলেটেটর এসএম রাজু জবেদ। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম, প্রভাষক ম. মোনায়েম হোসেন, আবু হেনা সাকিল, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রেসক্লাব সভাপতি জিএম মুজিবর রহমান, ইউপি সচিব আব্দুল জলিল প্রমুখ। সভায় বক্তারা ইউনিয়ন পর্যায়ে কার্যকরী গ্রাম আদালত পরিচালনা করে এলাকায় শান্তি প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।