শনিবার ● ৭ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » মাগুরার শ্রীপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ ১৫ বাড়িঘর ভাংচুর লুটপাট আটক ৮
মাগুরার শ্রীপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ ১৫ বাড়িঘর ভাংচুর লুটপাট আটক ৮
মাগুরা প্রতিনিধি :
মাগুরার শ্রীপুর উপজেলার হাট শ্রীকোল গ্রামে গতকাল শনিবার দু’দল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত ১৫টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ৮ জনকে আটক করেছে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, হাট শ্রীকোল গ্রামের আমির হোসেন ও খায়রুল ইসলামের মধ্যে বাড়ির ঘর তোলাকে কেন্দ্র করে শুক্রবার হাতাহাতি হয়। এর জের ধরে গতকাল শনিবার সকাল ৯টার দিকে খায়রুল ইসলামের দলীয় নেতা বাহারুল ইসলামের নেতৃত্বে আমির হোসেনের দলীয় ফিরোজ ইকবাল, বাবুল বিশ্বাস, জাহিদুল ইসলাম, আনোয়ার শেখ, আমির শেখ, আমানত শেখ, আদা শেখ, তৌহিদ শেখ, রান্নু শেখ, রুহুল আমিন, সাইফুল শেখ, নজরুল শেখ, মিটুল শেখ, দাউদ শেখ, সেকেন শেখসহ অন্তত ১৫ টি বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় তারা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র নিয়ে যায়।
এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় দু’পক্ষকে নিয়ে ৪ জন ইউপি চেয়ারম্যান মীমাংসা করে দিলেও বাহারুল মেম্বার শনিবার সকালেই প্রতিপক্ষের বাড়িতে ভাংচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সঙ্গে জড়িত ৮ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।