মঙ্গলবার ● ১০ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » কালিয়া পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ উপলক্ষে আলোচনা সভা ও পরিদর্শন
কালিয়া পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ উপলক্ষে আলোচনা সভা ও পরিদর্শন
নড়াইল প্রতিনিধি।
নড়াইলের কালিয়া পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ উপলক্ষে আলোচনা সভা ও পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক টিএম জাকির হোসেন। বিদ্যালয়রে প্রধান শিক্ষক বিএম শুকুর আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপ-পরিচালক নিভা রানী পাঠক, সহকারী পরিচালক ইমরান আলী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ফসিয়ার রহমান, খালিদ হাসান, মোস্তাফিজুর রহমান রকিব প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম শুকুর আলী জানান, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের অংশ হিসেবে এই বিদ্যালয়টি জাতীয়করণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিদ্যালয়টি ১৮৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। ১৫২বছরের প্রাচীন বিদ্যালয়ে ৪ একর ৮ শতক জমি রয়েছে।