মঙ্গলবার ● ১০ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় বিষমুক্ত সবজি উৎপাদনের উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাইকগাছায় বিষমুক্ত সবজি উৎপাদনের উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় বিষমুক্ত সবজি উৎপাদনের উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে কীটনাশক হিসাবে মেহগনির তৈল ব্যবহার বিষয়ক এ প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুজ্জামান, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। বক্তব্য রাখেন, কৃষক বুলবুল আহম্মেদ, শেখ মদি উদ্দীন, মামুন হাসান, সবুর গাজী, রেখা রানী দাশ, শংকরী রানী দাশ, শেফালী মন্ডল ও লতিফা খাতুন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৫০ জন কৃষকের প্রত্যেককে আঁধা লিটার করে মেহগনির তৈল প্রদান করা হয়।