বুধবার ● ১১ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » আশাশুনির গুনাকরকাটি কৃষি ব্যাংকের নৈশ প্রহরীকে রক্তাক্ত জখম করেছে দূর্বত্তরা
আশাশুনির গুনাকরকাটি কৃষি ব্যাংকের নৈশ প্রহরীকে রক্তাক্ত জখম করেছে দূর্বত্তরা
আহসান হাবিব, আশাশুনি: আশাশুনির গুনাকরকটি কৃষি ব্যাংকের নিরাপত্তা প্রহরীকে দূর্বত্তরা ব্যাংকের মধ্যে ঢুকে লোহার রড দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম করেছে। মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ তাকে গুরুতর আহত করে আক্রমনকারীরা নিরাপদে পালিয়ে যায়। জেএসএস সার্ভিসেস কর্তৃক নিয়োজিত নিরাপত্তা প্রহরী গুনরাকরকাটি গ্রামের জহির উদ্দিন মঙ্গলবার রাতে ব্যাংকের দরজা-জানালা বন্দ করে ঘুমিয়ে পড়েন। রাত্র ১ টার দিকে তিনি প্রকৃতির ডাকে ব্যাংকের মূল কক্ষের দরজা খুলে সিঁড়ির নীচের বাথ রুমে যান। এসময় সিড়ি বেয়ে কাউকে নামার শব্দ শুনেই জহির বার্থরুম থেকে বের হওয়া মাত্রই লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করা হয়। সাথে সাথে কক্ষের দরজা আটকে চিৎকার করলে তখন আক্রমনকারীরা সিঁড়ি বেয়ে উপরে উঠে ছাদ থেকে ল্যাট্রিনের পাইপ বা আম গাছ বেয়ে নিচে নেমে নিরাপদে চলে যায়। তার চিৎকারে পাশের লোকজন ঘটনা স্থলে পৌছে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ক্লিনিকে ভর্তি করা হয়। আক্রমনকারীরা কি উদ্দেশ্যে ব্যাংকে ঢুকে আক্রমন করলো, ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে এলাকায় সমালোচনা চলছে। শাখা ব্যবস্থাপক আলতাফ হোসেন জানান, ঘটনাটি উর্দ্ধতন কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত মত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।