বৃহস্পতিবার ● ১২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে প্রধান শিক্ষক আরিফুলের উপর হামলার প্রতিবাদে সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
আশাশুনিতে প্রধান শিক্ষক আরিফুলের উপর হামলার প্রতিবাদে সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
আহসান হাবিব, আশাশুনি: আশাশুনিতে প্রধান শিক্ষক আরিফুলের উপর নৃশংস হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের মেইন ফটকের সামনে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাজের আয়োজনে সমাবেশ শেষে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আ.ব.ম মোছাদ্দেক। সহকারি শিক্ষক বিধান চন্দ্র মন্ডলের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুর রহিম, জুলহাজ উদ্দীন, আলাউদ্দীন সানা, আব্দুল বারী, সাকিলা আনাম, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, ইলিয়াচ ইকবাল প্রমূখ। মানববন্ধনে বক্তাগন, অবিলম্বে পাইথালি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলামের উপর উপজেলার বুধহাটা ইউপি সদস্য হত্যা মামলা সহ একাধিক মামলার আসামী আলতাফ সানা সহ তার বাহিনী কর্তৃক নৃশংস হামলার প্রতিকার চেয়ে অবিলম্বে তাকে গ্রেপ্তার দাবী করেন। এহেন ন্যাক্কার জনক ঘটনার পরে থানায় নিয়মিত মামলা রেকর্ড হলেও অজ্ঞাত কারনে কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না সে জন্য পুলিশের ভূমিকা নিয়ে শিক্ষক সমাজে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে তারা জানান। এ ছাড়া ফেন্সিডিল খোর ও ব্যবসায়ী, ধর্ষন ও হত্যা মামলা সহ একাধিক মামলার আসামী কুখ্যাত আলতাফ সানা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে পুলিশ গ্রেপ্তার করছেন না। আগামী ৭২ ঘন্টার মধে তাকে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মানববন্ধন শেষে উপস্থিত ৫ শতাধিক শিক্ষক/শিক্ষিকা সম্লিতভাবে উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার নিকট মাননীয় প্রধান মন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। উল্লেখ্য, গত ৫ অক্টোবর সন্ধ্যায় পাইথালি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলামকে বাজারে একা পেয়ে স্কুলের নৈশ প্রহরি কাম অফিস সহকারি পদে নিয়োগ কেন্দ্রি মোটা অংকের চাঁদা দাবী করে। শিক্ষক অস্বিকার করায় তার উপর নৃশংসভাবে অতর্কিতে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে আলতাফ সানা সহ তার বাহিনী। এ ঘটনায় আশাশুনি থানায় নিয়মিত মামলাও রেকর্ড করা হয়েছে।