রবিবার ● ১৫ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » কেশবপুরের বালিয়াডাঙ্গা ও জাহানপুর চাইল্ড স্পর্ন্সরশীপ প্রোগ্রামের ৪শত শিক্ষার্থীর মাঝে শিশুখাদ্য বিতরণ
কেশবপুরের বালিয়াডাঙ্গা ও জাহানপুর চাইল্ড স্পর্ন্সরশীপ প্রোগ্রামের ৪শত শিক্ষার্থীর মাঝে শিশুখাদ্য বিতরণ
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে শনিবার বিকালে বালিয়াডাঙ্গা ও জাহানপুর চাইল্ড স্পর্ন্সরশীপ প্রোগ্রাম (বিডি-৩২৯ ও ৩৪৩) এর উদ্যোগে সমন্বিত শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ শত ৯৬ জন স্কুলের শিক্ষার্থীর মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। বালিয়াডাঙ্গা ও জাহানপুর চাইল্ড স্পর্ন্সরশীপ প্রোগ্রামের চেয়ারম্যান মি. ষ্টিফেন বিশ্বাসের সভাপতিত্বে ও উজ্জ্বল কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীর মাঝে শিশু খাদ্য বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন, থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, জেলা পরিষদ সদস্য হাসান সাদেক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, অধ্যক্ষ আনিসুর রহমান, অধ্যাপক অসিত কুমার মোদক প্রমুখ।
শনিবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক সুফলাকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করেন।