রবিবার ● ১৫ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » সাতক্ষীরার কলারোয়া সীমান্তে দুই স্কুল ছাত্রকে উদ্ধার করলো বিজিবি
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে দুই স্কুল ছাত্রকে উদ্ধার করলো বিজিবি
সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ভারতে পাচারের কবল থেকে দুই স্কুল ছাত্রকে উদ্ধার করলো বিজিবি। উদ্ধারকৃত ওই ছাত্র কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভাদিয়ালী সীমান্ত থেকে তাদের উদ্ধার করে মাদরা বিওপির বিজিবি সদস্যরা। পরে উদ্ধার হওয়া দুই ছাত্রকে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া দুই ছাত্র হলো-কলারোয়া পৌরসদরের গদখালী গ্রামের ইকবাল হোসেনের ছেলে তানভির হাসান (১২) ও একই গ্রামের শ্যামল অধিকারের ছেলে নির্জন অধিকার (১২)। বিজিবি সূত্র জানায়-শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালীর কালিবাড়ি সীমান্তের ১৩/৩ এসআরবি পিলারের সন্নিকটে টহলরত মাদরা বিওপির ল্যান্স নায়েক বাবুল মোল্যার নেতৃত্বে বিজিবি সদস্যরা ভারতে পাচারের সময় তানভির ও নির্জনকে উদ্ধার করে। এসময় বিজিবিকে দেখে ও দুই ছাত্রকে নামিয়ে দিয়ে তাদের বহনকরা ভ্যানচালক পালিয়ে যায়। উদ্ধার হওয়া দুই ছাত্র জানিয়েছে-শনিবার দুপুরে স্কুল ছুটির পর এক অপরিচিত ভ্যান চালক তাদের বলে যে তাদের পিতা-মাতা অসুস্থ্য, এখনই তাদের ভ্যানে করে যেতে বলেছে। পরে তারা আর কিছু বলতে পারে না। এদিকে, রাত সাড়ে ৮টার দিকে সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম ও ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদের উপস্থিতিতে উদ্ধার হওয়া দুই ছাত্রের অভিভাবকের হাতে তাদের তুলে দেন মাদরা বিওপির কোম্পানি কমান্ডার কবির আহমেদ সহ বিজিবি সদস্যরা। উদ্ধার তানভিরের পিতা ইকবাল হোসেন ও নির্জন অধিকারের মা তাদের সন্তানদের ফিরে পেয়ে স্বস্তির নি:শ্বাস ফেলেন।