বুধবার ● ১৮ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাইকগাছায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে; আহত ১০
পাইকগাছায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে; আহত ১০
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে চালক ও সুপারভাইজারসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্নস্থানে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চালক ও সুপারভাইজারের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে খুমেকে ভর্তি করা হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে পাইকগাছা খুলনা কার্তিকের মোড় নামকস্থানে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
থানাপুলিশ ও প্রত্যক্ষদর্শীসুত্রে জানাগেছে-ঘটনার দিন বিকাল ৪টার দিকে খুলনা মেট্রো-জ-০৫০০০১ নম্বরের যাত্রীবাহী বাসটি খুলনা থেকে পাইকগাছা আসার পথে গতি বেশি থাকায় কার্তিকের মোড় নামকস্থানে পৌছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এসময় চালক ও সুপারভাইজারসহ কমপক্ষে ১০ যাত্রী আহত হয়। আহতদেরকে তাৎক্ষনিকভাবে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। বাস মালিক সমিতির লাইন সেক্রেটারী জাহিদুল ইসলাম জানান-দূর্ঘটনায় যাত্রীদের তেমন কোন ক্ষতি হয়নি। তবে চালক রেজাউলের হাত ও পা ভেঙ্গে গেছে। অনুরুপভাবে সুপারভাইজার নজরুলের দাঁত ভেঙ্গে গিয়ে গুরুত্বর আহত হয়েছে। আহত চালক ও সুপারভাইজারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনায় প্রেরণ করা হয়েছে বলে বাস মালিক সমিতির এ প্রতিনিধি জানিয়েছে। দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় বলে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছে।