শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

SW News24
সোমবার ● ৩০ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » নারী ও শিশু » কেশবপুরে শিশু আফরিনাকে বাঁচতে এগিয়ে আসুন
প্রথম পাতা » নারী ও শিশু » কেশবপুরে শিশু আফরিনাকে বাঁচতে এগিয়ে আসুন
৪০৫ বার পঠিত
সোমবার ● ৩০ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেশবপুরে শিশু আফরিনাকে বাঁচতে এগিয়ে আসুন

---

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ।। কেশবপুরে হার্ডের রুগী শিশু আফরিনা বাঁচতে চায়। জানাগেছে উপজেলার কন্দর্পপুর গ্রামের আজিজুর রহমানের কন্যা আফরিনা (৪) হার্ডের সমস্যায় গত ৩ বছর যাবৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ প্রেফেসর ড. মোঃ আবিদ হোসেন মোল্যা এবং খুলনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ড. চৌধুরী হাবিবুর রসুল এর নিকট চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে তার অবস্থা অশংকাজনক। চিকিৎসকরা আফরিনার দ্রুত হার্ড অপারশনের পরামর্শ দিয়েছেন। যার খরচ আনুমানিক ৩ থেকে ৪ লক্ষ টাকা। দিনমজুর আজিজুর রহমানের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই তিনি নিরুপায় হয়ে তার মেয়ের চিকিৎসার জন্য সরকার ও সমাজের বৃত্তবানদের নিকট সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. কেশবপুর শাখা, হিসাব নং- ২৪৪৮, কেশবপুর, যশোর। প্রয়োজনে ০১৭১৮-৬৬০২৬২ অথবা ০১৯৮২-৮৫৪৩৬৬ নং মোবাইল ফোনে যোগাযোগের জন্য তার দরিদ্র পিতা অনুরোধ করেছেন।





আর্কাইভ