মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » রাজনীতি » বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ঐতিহাসিক দলিল হিসাবে স্বীকৃতি পাওয়ায় কেশবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল আনন্দ মিছিল
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ঐতিহাসিক দলিল হিসাবে স্বীকৃতি পাওয়ায় কেশবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল আনন্দ মিছিল
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে \
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক‘ঐতিহাসিক দলিল ’হিসাবে স্বীকৃতি দেওয়ায় কেশবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার বিকালে শহরে বিশাল এক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে গাজী মোড় চত্ত¡রে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য প্রকৌশলী হাসান আলমগীর, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক এ্যাড. মিলন মিত্র ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগনেতা গাজী গোলাম সরোয়ার, ইব্রাহীম হোসেন, শাহিদুজ্জামান শাহিন, মুনছুর আলী, ইকবাল খান, জি.এম হোসেন, জেলা প্রজন্মলীগের সদস্য আশরাফুজ্জামান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্না, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম খান রবি, পৌর কৃষকলীগের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক বাবু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, সহ-সভানেত্রী বিথিকা বসু, সাধারণ সম্পাদিকা মমতাজ খাতুন, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ফাতেমা বেগম, পৌর আওয়ামী লীগনেতা আবুল বাসার খান, সবুজ, যুবলীগনেতা ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক জাকির হোসেন মুন্না, পৌর ছাত্রলীগের আকাশ খান প্রমুখ।