রবিবার ● ১২ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাইকগাছায় উপকূল দিবস পালিত
পাইকগাছায় উপকূল দিবস পালিত
এস ডব্লিউ নিউজ \
পাইকগাছায় র্যালী, আলোচনা সভা ও স্মারকলীপি প্রদানের মধ্যদিয়ে উপকূল দিবস পালিত হয়েছে। উপকূল দিবস বাস্তবায়ন কমিটির উদ্যোগে কোস্টাল জানালিস্ট ফোরাম অব পাইকগাছা শাখা, পরিবেশ বাদী সংগঠন বনবিবি, প্রেসক্লাব পাইকগাছা ও আলোকযাত্রা দলের যৌথ আয়োজনে রবিবার সকাল ১১ টায় র্যালী শেষে প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে সিজেএফবি পাইকগাছা শাখা ও প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে উপকূল দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি রতন কুমার ভদ্র, পূজা উদযাপন পরিষদ পাইকগাছা শাখার সিনিয়র সহ-সভাপতি প্রাণ কৃষ্ণ দাশ, ব্রতত্তি রায় শিশু ও প্রতিবন্ধি কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রজিত কুমার রায়, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি ও সিজেএফবি এর সাধারণ সম্পাদক এম আজাদ হোসেন, পাইকগাছা উপজেলা তাঁতী লীগের আহবায়ক দেবব্রত রায়, সাবেক কাউন্সিলর পারুল রানী মন্ডল। প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়ের উপস্থাপনায় বক্তৃতা করেন, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিজেএফবি এর সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম খান, দপ্তর সম্পাদক ও সিজেএফবি’র সদস্য স ম নজরুল ইসলাম, সাংবাদিক আশীষ রায় চৌধুরী মিন্টু, মোঃ মিজানুর রহমান, জয়ন্ত মন্ডল, জাহিদুল আলম, রেজাউল করিম, জাফরুল আলম, সত্য ব্রত দাশ, আলোকযাত্রা দলের আরজু সুলতানা ও ঝর্ণা খাতুন। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূলের উপর দিয়ে বয়ে গিয়েছিল সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ে উপকূল লন্ডভন্ড করে দেয়। বহু মানুষ প্রাণ হারায় ও ঘর-বাড়ি হারিয়ে পথে বসে। এই ঘূর্ণিঝড় গোটা বিশ্বকে কাপিয়ে দিয়েছিল। উপকূল দিবস ঘোষণার মধ্যদিয়ে উপকূলের সুরক্ষা, উপকূলের সম্ভাবনা বিকাশ ও নিরাপত্তা নিশ্চিতকরণ হবে। ৭০ এর ১২ নভেম্বর প্রলঙ্করী ঘূর্ণিঝড় স্মরণে উপকূলের সংকট-সম্ভাবনার কথা বছরে অন্তত্য একটি বার সবাই মিলে আলোচনা করার জন্য উপকূলবাসীর পক্ষ থেকে ১২ নভেম্বরকে সরকারী ভাবে উপকূল দিবস ঘোষণার দাবী জানানো হয়েছে।