শনিবার ● ২৫ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনের স্বীকৃতিতে শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আশাশুনিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনের স্বীকৃতিতে শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আহসান হাবিব, আশাশুনি: আশাশুনিতে সারা দেশের ন্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষন ইউনেস্কের মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার-এ অন্তর ভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামান্য ঐতিহ্যের স্বীকৃতি লাভের অসামান্য অর্জনে আনন্দ শোভাযাত্রা, সাস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও ইউএনও সুষমা সুলতানার নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। ইউআরসি ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, আশাশুনি সরকারি করেজের অধ্যক্ষ মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) আব্দুল হান্নান, সাংগঠনিক কমান্ডার সরদার নাজিম উদ্দীন, সাবেক চেয়ারম্যান সম সেলিম রেজা প্রমুখ। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশ গ্র্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুঁন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়: উপজেলার কুঁন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ে চত্বর সকালে শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয় হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। প্রধান শিক্ষক আরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক সুভাস চন্দ্র দাষ, সহকারি শিক্ষক সুব্রত কুমার মন্ডল , জিএম গাউসুল আযম, নিত্যনন্দ ঢালী, তাপস কুমার প্রমুখ। আজিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ও সিনিয়র শিক্ষক ব্রজেন কুমার রায় পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি বাদে অন্যান্য সদস্য মন্ডলী, এসএমসি সদস্যবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
হাড়িভাঙ্গা এইচএনএসকেটি হাই স্কুল: উপজেলা সদরের হাড়িভাঙ্গা হাই স্কুল চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিন শেষে স্কুলের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। প্রধান শিক্ষক সুকুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক বেলকা বালা সরকার, আতাউর রহমান, কমল কান্তি মল্লিক প্রমূখ। এ ছাড়া স্কুলের ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহনে রচনা ও কুইজ প্রতিযোগিতা ও প্ররষ্কার বিতরণ করা হয়।
বুধহাটা এবিসি কেজি স্কুল: উপজেলার একমাত্র ব্যতিক্রম ধর্র্মীয় শিশু শিক্ষা প্রতিষ্ঠান এবিসি কেজি স্কুল চত্বর হতে সকালে শোভাযাত্রা বুধহাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয় হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও আশাশুনি রিপোটার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং অধ্যক্ষ আলমিন হোসেন ছট্টুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের সভাপতি এড. শহিদুল ইসলাম বাচ্চু। বক্তব্য রাখেন, রিপোটার্স ক্লাব’র দপ্তর সম্পাদক এমএম নুর আলম, শিক্ষিকা মুক্তা আক্তার, পাপিয়া সুলতানা, শেখ আক্তারুজ্জামান প্রমুখ। এসময় ম্যানেজিং কমিটির সদস্য মন্ডলী, এসএমসি সদস্যবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ, অভিবাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়: উপজেলার কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে সকালে শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয় চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। প্রধান শিক্ষক বদিউজ্জামান খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অবনী কুমার মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক ফজলুল হক, সহকারি শিক্ষক মাওঃ আফসার উদ্দীন, সাবিলুর রাশেদ, নিজামউদ্দীন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা ।
আরার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়: উপজেলার আরার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চত্বর থেকে শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয় চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। প্রধান শিক্ষক ইসমত আরা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক তরিকুল ইসলাম, তানজিলা খাতুন, অনুকুল চন্দ্র দেবনাথ প্রমুখ। এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার ১১ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এরুপ শোভাযাত্রাসহ অন্যান্য কর্মসূচী পালন করার খবর পাওয়া গেছে।