শনিবার ● ২৫ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » কেশবপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
কেশবপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক‘ঐতিহাসিক দলিল ’হিসাবে স্বীকৃতি দেওয়ায় সারা দেশের ন্যায় ২৫ নভেম্বর সকালে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহরে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেনের সভপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় স্থানীয় পাবলিক ময়দানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, জেলা পরিষদ সদস্য হাসান সাদেক, জেলা পরিষদ সদস্য সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, কাজী মুস্তাফিজুল মুক্ত, মনোয়ার হোসেন, শফিকুল ইসলাম মুকুল, আনিসুর রহমান, শামসুদ্দিন দফাদার, এস এম হাবিবুর রহমান, আমজাদ হোসেন, কেশবপুর বাস, মিনিবাস ও ট্রাক মালিক সমিতির সভাপতি আফছার উদ্দীন গাজী, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল আজিজ, পৌর ছাত্রলীগের সবুজ হোসেন নিরব প্রমুখ।