শনিবার ● ২৫ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় আশা’র উদ্যোগে ৩ দিন ব্যাপি ফিজিও থেরাপী ক্যাম্প
মাগুরায় আশা’র উদ্যোগে ৩ দিন ব্যাপি ফিজিও থেরাপী ক্যাম্প
মাগুরা প্রতিনিধি।
বে-সরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে শনিবার থেকে শুরু হয়েছে দরিদ্রদের জন্য ৩ দিন ব্যাপি ফিজিও থেরাপী ক্যাম্প। এ উপলক্ষে মাগুরা সদর উপজেলার ইছাখাদা ব্র্যাঞ্চের আয়োজিত আলোচনা সভায় আশা’র সিনিয়র জেলা ম্যানেজার একরামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় শহীদ আব্দুল মতলেব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রাফেজা খাতুন, আশা’র রিজিওনাল অফিসার আবু জাফর, ইছাখাদা ব্র্যাঞ্চ ম্যানেজার ইমদাদুল হক, ইছাখাদা বাজার বনিক সমিতির সভাপতি কাজী ফিরোজ, ফিজিও থেরাপীষ্ট সম্পা সেন প্রমুখ।
৩ দিন ব্যাপি এ ফিজিও থেরাপী ক্যাম্পে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মোট ১৪০ জন দরিদ্রকে চিকিৎসা সেবা প্রদান করা হবে।