রবিবার ● ২৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে সেকায়েপ প্রকল্পের শিক্ষকদের চাকুরী স্থায়ীকরণের দাবীতে মানববন্ধন
কেশবপুরে সেকায়েপ প্রকল্পের শিক্ষকদের চাকুরী স্থায়ীকরণের দাবীতে মানববন্ধন
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুরে সেকায়েপ প্রকল্পের শিক্ষকদের চাকুরী স্থায়ী করণের দাবীতে রবিবার দুপুরে শহরের মেইন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা এসিটি এসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান শাহিনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মৃত্যুঞ্জয় হালদার, সাধারণ সম্পাদক এস কে এম রাশেদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক কানাই সাহা, সাংগঠনিক সম্পাদক গাজী ইমরান, কোষাধ্যক্ষ মেহেদী হাসান বাপ্পী, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক তন্ময় ধর, সমন্বয়কারী আজাহারুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক শিউলী কুন্ডু প্রমুখ। শিক্ষকের দাবীর সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত। উল্লেখ্য ২০১৫ সালে সেকায়েপ প্রকল্পের আওতায় সারা দেশে ৬ হাজার শ্রেণী শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। যাদের চাকুরীর মেয়াদ ৩১-১২-২০১৭ তারিখে শেষ হবে। ইতিমধ্যে অধিকাংশ শিক্ষকদের সরকারী চাকুরী সহ অন্যান্য চাকুরীতে প্রবেশের বয়সসীমা শেষ হয়ে গেছে। যার কারণে উক্ত ৬ হাজার শিক্ষকদের পরবর্তী প্রোগ্রামে অর্ন্তভুক্তি অথবা চাকুরী স্থায়ীকরণের জন্য সরকারের প্রতি শিক্ষকদের পক্ষ থেকে জোর দাবী জানানো হয়েছে।