রবিবার ● ৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » তালায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর ৬ষ্ট পর্বের উদ্বোধন অনুষ্ঠিত
তালায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর ৬ষ্ট পর্বের উদ্বোধন অনুষ্ঠিত
তালা প্রতিনিধি:
“যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় ৩ ডিসেম্বর রোববার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলা পরিষদ চত্ত্বরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর ৬ষ্ট পর্বের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন’র সভপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ এ্যড. মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা যুবউন্নয়ন সহকারী পরিচালক মোঃ অব্দুল কাদের প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা, তালা মহিলা ডিগ্র করেঝের অধ্যক্ষ আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম, সাতক্ষীরা জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান হাফিজুর রহমান, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলামসহ অনংখ্য বেকার যুবক যুবতী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।