রবিবার ● ৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » কৃষি » ডুমুরিয়ার আটলিয়ায় বরাতিয়া ব্লকে জৈব সার ব্যবহারে ফুলকপি চাষে অধিক সফল বর্গাচাষী কৃষক সুরেশ্বর
ডুমুরিয়ার আটলিয়ায় বরাতিয়া ব্লকে জৈব সার ব্যবহারে ফুলকপি চাষে অধিক সফল বর্গাচাষী কৃষক সুরেশ্বর
শেখ আব্দুল মজিদ, চুকনগর, খুলনা ॥
ডুমুরিয়ার আটলিয়ায় বরাতিয়া ব্লকে জৈব সার ব্যবহার করে ফুলকপি চাষে অধিক সফল হয়েছেন বর্গাচাষী কৃষক সুরেশ্বর মল্লিক। সে ডুমুরিয়া উপজেলার গোবিন্দকাটি গ্রামের হতদরিদ্র মৃত অধির মল্লিকের পুত্র এবং চলতি বছর বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত কৃষক। পৈত্রিকসুত্রে আবাদী জমি না থাকায় তিনি এলাকার জমি ওয়ালাদের কাছ থেকে জমি বর্গা নিয়ে ফুলকপি সহ বিভিন্ন প্রকার সবজির আবাদ করেছেন। বর্তমানে ৫০শতাংশ জমিতে সে দেশীয় অগ্রাহয়নী উন্নত জাতের ফুলকপি চাষ করেছেন। কৃষক সুরেশ্বর এ প্রতিবেদককে জানান, মাটির স্বাস্থ্য সুরক্ষায় রাসয়নিক সার ব্যতিরেকে তিনি জৈব সার ব্যবহার করেছেন। এতে তিনি অধিক ফলন পেয়েছেন। বাজার দর ভাল থাকায় অধিক লাভবান হবেন বলে তিনি ব্যক্ত করেন। এছাড়া তার ক্ষেতে প্রতিদিন ৮/১০ জন শ্রমিক শ্রম বিক্রি করে তারা জীবীকা নির্বাহ করে থাকেন। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম জানান, সুরেশ্বর বর্গাচাষী নিয়মিত প্রান্তিক কৃষক। তিনি প্রতি বছর সবজি উৎপাদন, বিভিন্ন প্রকার সবজী বীজ উৎপাদন ও সংরক্ষনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকেন।