শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

SW News24
বুধবার ● ৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » শিগগিরই ফোরজি এসে যাবে
প্রথম পাতা » প্রধান সংবাদ » শিগগিরই ফোরজি এসে যাবে
৪০৪ বার পঠিত
বুধবার ● ৬ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিগগিরই ফোরজি এসে যাবে

---

এস ডব্লিউ নিউজ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, থ্রিজি এসে গেছে, খুব শিগগিরই ফোরজিও এসে যাবে। শুধু আজ নয়, ভবিষ্যত দেখতে হবে। আমরা তরুণদের আহ্বান জানাবো ভবিষ্যতের জন্য তৈরি হতে। বিশ্বব্যাপী আইসিটি খাত এখন বিশ্বের সবচেয়ে বড় খাত। আইসিটি সেক্টরে নজর দিলেই দেশের বৈদেশিক আয় বাড়বে, তখন আর অন্যদিকে নজর দিতে হবে না।

বিআইসিসিতে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী আরো বলেন, বিশ্ব এখন হাতের মুঠোয় এসেছে। আমি চায় বাংলাদেশ সব ধরনের সেবা পাক। বাংলাদেশের মানুষ অতটা শিক্ষিত নয় কিন্তু প্রযুক্তি ব্যবহারে পারদর্শী। আমাদের ছেলেমেয়েদের সুযোগ দিলেই তারা কাজ করতে পারে, কাজ শিখতে পারে। তরুণরা বিশ্ববাজারে প্রতিযোগিতা করার জন্য যোগ্য হয়ে উঠেছে। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রেও আমরা নতুন নতুন জিনিস আনতে পারছে।

অতীতের কথা টেনে তিনি বলেন, আগে আমার কাছে কোনো ফাইল কম্পিউটারে টাইপ করা আসতো না। জিজ্ঞাসা করলাম কেন এমন? তখন পিসি থাকতো ডেকোরেশন হিসেবেই। আমি কম্পিউটার ব্যবহার করতে শিখেছি ছেলের কাছ থেকে। তাকে জিজ্ঞাসা করলাম কি করা যায়। বলে, কম্পিউটারের উপর থেকে সব ট্যাক্স তুলে দিতে হবে। তাহলে সেটা সহজলভ্য হবে। কম্পিউটার শিক্ষা কিভাবে সার্বজনীন করার যায় সেই চেষ্টা নিয়েছি আমরা। প্রতিটি জেলায় হাইটেক পার্ক ও সফটওয়্যার পার্ক গড়ে তোলা হবে। আগে টেলিফোনও খুব ব্যয়বহুল ছিলো। খরচও বেশি হতো। মোবাইল সহজলভ্য করে সার্বজনীন করে দিলাম।

প্রধানমন্ত্রী যোগ করেন, কম্পিউটার শিক্ষার ব্যাপারে তিনি বলেন, ফেলে দেওয়া কম্পিউটার দিয়েও আমরা সবাইকে শিক্ষা দিতে চেয়েছি। আমরা তখন ভাবছি কিভাবে কি ব্যবস্থা করা যায়। নেদারল্যান্ড বললো তারা আমাদের দিবে। অর্ধেক টাকায়। সেই সুযোগ আমরা নিলাম। কিন্তু তাদের কোম্পানির নাম ছিলো টিউলিপ, সেটা রেহানার মেয়ের নাম। এতেই তখনকার প্রধানমন্ত্রী গোস্বা করে বসলেন। ফলে ১০ হাজার কম্পিউটার গেলোতো গেলোই, কোটি কোটি টাকা নষ্ট হলো। এরপর আমাদের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করলাম। সেটাও জয়ই বললো, তুমি ঘোষণা দাও। তখন বিদ্যুতের ঘাটতি ছিলো। বিদ্যুৎ গেলেই তারা ঠাট্টা করতো। আর এখন আমরা বলতে পারি, আজকের বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ।

এরপর ডিজিটাল ওয়ার্ল্ড উপলক্ষে বাংলাদেশে আসা রোবটমানবী সোফিয়ার সঙ্গে কথোপকথন করে মেলার ডিজিটালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসময় সোফিয়ার কাছে তিনি জানতে চান, প্রধানমন্ত্রী এবং ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে কী জানেন। সেই প্রশ্নের জবাব দেন সোফিয়া। জানান, প্রধানমন্ত্রীর নাতনীর নামও যে সোফিয়া, সেটাও তিনি জানেন।





প্রধান সংবাদ এর আরও খবর

জনগন যাতে সকল ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই : প্রধান উপদেষ্টা জনগন যাতে সকল ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই : প্রধান উপদেষ্টা
প্রবাসীরা বিমান বন্দরে অতিথির মত সম্মান পাবেন : প্রধান উপদেষ্টা প্রবাসীরা বিমান বন্দরে অতিথির মত সম্মান পাবেন : প্রধান উপদেষ্টা
ইতিহাস গড়ে ফের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিহাস গড়ে ফের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ
রাষ্ট্রপতি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত রাষ্ট্রপতি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত
এবারের দুর্গাপূজা বিশেষ আনন্দে পরিণত হয়েছে: প্রধান উপদেষ্টা এবারের দুর্গাপূজা বিশেষ আনন্দে পরিণত হয়েছে: প্রধান উপদেষ্টা
সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশকে পূর্ণ সমর্থন জানালেন জো বাইডেন বাংলাদেশকে পূর্ণ সমর্থন জানালেন জো বাইডেন
২শ’ কোটি ডলারের বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকর ২শ’ কোটি ডলারের বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকর
সেনাপ্রধানের সাক্ষাৎ; আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর প্রশংসা করলেন রাষ্ট্রপতি সেনাপ্রধানের সাক্ষাৎ; আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর প্রশংসা করলেন রাষ্ট্রপতি

আর্কাইভ