বৃহস্পতিবার ● ৭ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে প্রজননস্বাস্থ্য অধিকার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কেশবপুরে প্রজননস্বাস্থ্য অধিকার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে দলিত হারচয়েস প্রকল্পের আয়োজনে যুব বান্ধব প্রজনন স্বাস্থ্য অধিকার ও মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি সম্পর্কিত এক মতবিনিময় সভা বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। দলিতের সহকারী পরিচালক বাসন্তী লতা দাসের সভাপতিত্বে ও হারচয়েস প্রকল্পের প্রকল্প ব্যাবস্থাপক নাজমিন নাহারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও মেডিকেল অফিসার ডাঃ পলাশ দে। বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের আমিনুল ইসলাম, বিশ্বনাথ আইচ, পরিবার পরিকল্পনা বিভাগের নূরুন নাহার, নাহার বানু, কিশোরী জোৎনা, কিশোর শেখর দাস, হারচয়েস প্রকল্পের চন্দ্র শেখর মজুমদার, নাসিমা খাতুন, প্রহলদ দাস, অপর্না দাস, রুমিচা খাতুন প্রমুখ।