শনিবার ● ৯ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » দাকোপে রোকেয়া দিবস পালনে র্যালী ও জয়িতা পদক বিতরন
দাকোপে রোকেয়া দিবস পালনে র্যালী ও জয়িতা পদক বিতরন
দাকোপ প্রতিনিধি।
“নারীরা আজ অগ্রসর,চায় সমতা জীবন ভর” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৭ পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও জয়িতা সম্মাননা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবয়াত্রা প্রকল্পের সহযোগীতায় গতকাল শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দকিার পরিচালনায় সভায় অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ সুভদ্রা সরকার, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, নিহার রঞ্জন রায়, নবযাত্রা প্রকল্পের জেন্ডার কর্মকর্তা নাসরিন খানম, টেকনিক্যাল জেন্ডার কর্মকর্তা খান তাওয়াবুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের জাকারিয়া আল হেলাল, আব্দুর রহমানসহ সুধীজন ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীবৃন্দ। সভায় রত্নগর্ভা দাকোপের সফল জননী মাধরী মন্ডল, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে মনোয়ারা খাতুন, অর্থনীতিতে গীতা রানী রায় এবং সমাজ উন্নয়নে খাদিজা আক্তারকে জয়িতা পদক ও সম্মাননা পুরুস্কার দেওয়া হয়। এর পূর্বে একটি বর্নাঢ্য র্যালী চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।