শনিবার ● ৯ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » নারী ও শিশু » পাইকগাছায় ৫ শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা প্রদান
পাইকগাছায় ৫ শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা প্রদান
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “নারীরা আজ অগ্রসর, চায় সমতা জীবন ভর” প্রতিপাদ্য বিষয়ের উপর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে শনিবার সকালে এক বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ রবিউল ইসলাম, শিব্সা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি, বনানী সংঘের সভাপতি জিএমএম আজাহারুল ইসলাম, কাউন্সিলর সরবানু বেগম, এ্যাঃ শফিকুল ইসলাম কচি, এসআই মোমিনুর রহমান। প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রভাষক ময়নুল ইসলাম, সাংবাদিক আব্দুল আজিজ, জামিনুর ইসলাম, মারুফা বেগম, উর্মি মন্ডল ও জুলি শেখ। অনুষ্ঠানে “জয়িতা অম্বেষনে বাংলাদেশ” শীর্ষক সফল নারী হিসাবে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে তাহিরা আক্তার খুশি, সফল জননী নারী জ্যোøা সরকার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে মর্জিনা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি স্মরূপ কাউন্সিলর কবিতা দাশকে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।