বুধবার ● ১৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » আশাশুনি রিপোটার্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
আশাশুনি রিপোটার্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
আহসান হাবিব, আশাশুনি: আশাশুনিতে রিপোটার্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী ও উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আশাশুনি রিপোটার্স ক্লাবের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আশাশুনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র কৃষকদের প্রশিক্ষণরুমে আলোচনা সভায় মিলিত হয়। শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন সাংবাদিক এসএম শাহিন আলম ও গীতা পাঠ করেন সুব্রত দাস। এরপর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেঁটে দিবসের উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি এবিএম মোস্তাকিম। এ সময় প্রধান অতিথি বলেন সাংবাদিকতা একটি মহান পেশা। এদেরকে জাতির বিবেক বা সমাজের দর্পণ বলা হয়। আপনাদের বস্তুনিষ্ঠ লেখনিতে সমাজের সকল অত্যাচার অনাচার সাধরণ মানুষ জানতে পারবে। সেটাকে যদি কুলষিত করা হয়, তাহলে সমাজে সাধারণ মানুষের আর কোন পথ থাকে না। তিনি আশাশুনির সকল পর্যায়ের সাংবাদিকদের অসৎ পথ পরিহার করে এলাকার সমস্যা এবং সঠিক সমাধানের পথ পরামর্শমূলক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহবান জানান। রিপোটার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। রিপোটার্স ক্লাব সহ-সভাপতি আইয়ুব হোসেন রানার পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, আশাশুনি প্রেসক্লাব’র উপদেষ্টা একেএম এমদাদুল হক, সভাপতি জিএম মুজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ.ব.ম মোছাদ্দেক, প্রভাষক ম. মোনায়েম হোসেন, এসআই বিশ্বজীৎ কুমার অধিকারী, আশাশুনি রিপোটার্স ক্লাব সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক এসকে বাদশা বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাব সভাপতি এসএম আমির হামজা, সাবেক সভাপতি সচ্চিদানন্দদে সদয়, যুগ্ম-সাধারণ সম্পাদক এসকে হাসান, সাংগঠনিক সম্পাদক মাসুম বাবুল, সদস্য গোলাম মোস্তফা, বড়দল প্রেসক্লাব সভাপতি শফিকুল ইসলাম, চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান মনি, দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাব সহ-সভাপতি ও সম্পাদক দক্ষিণ বাংলা অনলাইন নিউজ পোর্টাল প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, আশাশুনি রিপোটার্স ক্লাব’র সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।