শনিবার ● ১৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাগুরায় মহান বিজয় দিবস পালিত
মাগুরায় মহান বিজয় দিবস পালিত
মাগুরা প্রতিনিধি ঃ মাগুরায় যথাযথ মর্যাদায় শনিবার মহান বিজয় দিবস পালিত হয়েছে । প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা হয় । সকাল ৭ টাই শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক করে জেলা প্রশাসন ,পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ , আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন ।
এরপর বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে সকাল সাড়ে আটটায় পুলিশ ,আনসার ,ভিডিপিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শির্ক্ষাথীরা কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রর্দশনী করে । এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান ,পুলিশ সুপার মো: মুনিবুর রহমানসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । তাছাড়া দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচী গ্রহন করে । জেলা প্রশাসন মাগুরা এ দিবসের আয়োজন করে ।