শনিবার ● ২৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় ২৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হয়েছে
পাইকগাছায় ২৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হয়েছে
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় প্রায় ২৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হয়েছে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ২৬৩টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২ হাজার ৮৪৫ এবং ১২-৫৯ মাস বয়সী ২২ হাজার ২১৫ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হয়। এ উপলক্ষে সকালে টাউন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারী, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, পৌর স্যানেটারী ইন্সপেক্টর ইমদাদুল হক, শিক্ষক আব্দুল কুদ্দুস, স্বাস্থ্য পরিদর্শিকা শাহানারা পারভীন, মুজিবর রহমান বুলি, ব্র্যাকের স্বাস্থ্য সেবীকা নিভা ব্যানার্জীম কেয়ার বাংলাদেশের চায়না রানী, জয়শ্রী মন্ডল ও ইলিয়াস হোসেন।