রবিবার ● ২৪ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » প্রবাসী সহ দেশের বিশিষ্ট ব্যক্তিদের কাজী ইমদাদুল হক এর পৈত্রিক বসত ভিটা পরিদর্শন
প্রবাসী সহ দেশের বিশিষ্ট ব্যক্তিদের কাজী ইমদাদুল হক এর পৈত্রিক বসত ভিটা পরিদর্শন
এস ডব্লিউ নিউজ ॥
প্রবাসী সহ দেশের বিশিষ্ট ব্যক্তিদের সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হক এর পৈত্রিক বসত ভিটা পরিদর্শন করেছেন। রবিবার দুপুরে পাইকগাছা উপজেলা গদাইপুর ইউনিয়নের মেলেকপুরাইকাটী গ্রামের অবস্থিত কাজী ইমদাদুল হক এর পৈত্রিক বসত ভিটা পরিদর্শন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ড. মোহম্মদ সোহরাব উদ্দীন, ঢাকা মালেকা সায়েন্স কলেজের সাবেক সহকারী অধ্যাপক সৈয়দা রাবেয়া বেগম, আমেরিকা প্রবাসী জন্স হফিনর্স ইউনিভার্সির সহযোগী ডিরেক্টর আহমেদ সাবের মাহমুদ, আই আম এফ-এর সিনিয়র ইকনোমিষ্ট সারওয়াত জাহান, ইউমেন উটে ক্রিয়েশন সেন্টার এর প্রধান নির্বাহী আশরাফুন্নাহার, সরকারী বিএল কলেজের প্রাক্তন অধ্যক্ষ শামছুর নাহার। এ সময় উপস্থিত কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, কাজী জামান উল্লাহ ও সাহিত্যিক নলিনী কান্ত সানা। উল্লেখ্য সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হক ১৮৮২ সালের ৪ঠা নভেম্বর পাইকগাছার গদাইপুর বর্তমানে মেলেকপুরাইকাটী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আব্দুল্লাহ উপন্যাস সহ কবিতা, প্রবন্ধ, ছোট গল্প রচনা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।