বৃহস্পতিবার ● ৪ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে পাউবো’র বেড়ী বাঁধ ভেঙ্গে ৩ গ্রাম ও অর্ধশতাধিক মৎস্য ঘের প্লাবিত
আশাশুনিতে পাউবো’র বেড়ী বাঁধ ভেঙ্গে ৩ গ্রাম ও অর্ধশতাধিক মৎস্য ঘের প্লাবিত
আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা): সাতক্ষীরার আশাশুনি সদরে খোলপেটুয়া নদীর পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধ ভেঙ্গে প্রায় অর্ধশতাধিক মৎস্য ঘের সহ ৩ গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার দিবাগত রাতে জোয়ারের পানির চাপে উপজেলা সদরের বলাবাড়িয়ায় পাউবো’র পানি রক্ষা বেড়ীবাঁধের প্রবাসি হাফিজুর রহমান হাফু সানার মৎস্য ঘেরের পানি সরবরাহের কলগই দূর্বল থাকায় থেকে গভীর রাতে ভেঙ্গে লোনা পানি ভেতরে প্রবেশ করতে থাকে। মুহুর্তের মধ্যে ২৫/৩০ ফুট বেড়ীবাঁধ ভেঙ্গে প্রবল গতিতে ভেতরে পানি প্রবেশ করে। ওই রাতেই বলাবাড়িয়া, হাঁসখালী ও গাইয়াখালী গ্রামের প্রায় ২ শতাধিক ্একর জমির অর্ধশতাধিক ছোট বড় মৎস্য ঘের ও বহু কাঁচা-পাকা ঘরবাড়ি পানিতে ডুবে প্লাবিত হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ভাটার টানে নদীর পানি কমে যাওয়া মাত্রই বৃহস্পতিবার দিনের প্রথম প্রহর থেকে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও সদর ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলনের নেতৃত্বে এবং সদর ইউনিয়নের সকল ইউপি সদস্য সহ অভিজ্ঞ লোকদের উপস্থিতে কর্মসূচির শ্রমিকসহ ৩ শতাধিক শ্রমিক লাগিয়ে বেড়ীবাঁধ নতুন করে বাঁধা ও সংষ্কার করে এ যাত্রার মত রক্ষা করা হয়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলনের সাথে কথা বললে তিনি জানান ও সরজহমিনে ঘুরে জানাগেছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত পাউবো’র কোন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেননি বা কর্তৃপক্ষ একেবারেই উদাসিন। তিনি বলেন, দ্রুত বাঁধ রক্ষায় পাউবো কর্তৃপক্ষ বাকী কাজ করতে না করলে বৃহতকায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রসঙ্গতঃ এ ভাঙ্গন এলাকা সহ পার্শ্ববর্তী দয়ারঘাট-জেলেকালির বেড়ীবাঁধের অবস্থাও আশঙ্কাজনক রয়েছে। অতিদ্রুত এসব বেড়ীবাঁধে স্থায়ী বাঁধরক্ষা কাজ করার জন্য কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।