শনিবার ● ২০ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » খেলা » পাইকগাছায় শহীদ বীরেন্দ্রনাথ স্মৃতি প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় দিশারী যুব সংঘের জয়
পাইকগাছায় শহীদ বীরেন্দ্রনাথ স্মৃতি প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় দিশারী যুব সংঘের জয়
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় ডিএইচকে যুব সংঘ আয়োজিত শহীদ বীরেন্দ্র স্মৃতি ইউনিয়ন প্রিমিয়ার ক্রিকেট লীগ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার দুপুরে দেলুটির দারুনমল্লিক মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ডিএইচকে যুব সংঘের সভাপতি শেখর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন শহীদ বীরেন্দ্রনাথ মন্ডলের যোগ্য উত্তরসুরী ও দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। সুকান্তি সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আ’লীগনেতা পবিত্র কুমার ঘোষ, তরুন কান্তি সরকার, বনমালী রায়, নিশিত কুমার মজুমদার, স্বপন রায়, শিবপদ সরকার, বিনয় কৃষ্ণ রায়, জেলা ছাত্রলীগনেতা অঞ্জন মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, ইউপি সদস্য রনধীর মন্ডল, নিরাপদ দফাদার, আশীষ কুমার হালদার, প্রীতিলতা ঢালী। বক্তব্য রাখেন, যুবলীগনেতা সুব্রত কুমার রায়, রাম চন্দ্র টিকাদার, নিতিশ সরদার, বিশ্বজিত মহালদার, প্রদীপ গোলদার, ছাত্রলীগনেতা প্রসেনজিত মন্ডল মিঠু, কাকন রায়, জীবন সরকার, সমির কুমার মন্ডল, সুকৃতি মন্ডল, অতনু মন্ডল ও উজ্জ্বল রায়। অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত ইউপি চেয়ারম্যান শহীদ বীরেন্দ্রনাথ মন্ডল স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। উদ্বোধনী খেলায় গেওয়াবুনিয়া দিশারী যুব সংঘ ৭৯ রানে প্রতিপক্ষ দেলুটি মৃণাল স্মৃতি সংঘকে পরাজিত করে জয়লাভ করে। দিশারী যুব সংঘ নির্ধারিত ১৫ ওভারে ৪ উইকেটে ১৪০ রান সংগ্রহ করে। এর জবাবে ব্যাট করতে নেমে মৃণাল স্মৃতি সংঘ ১১.১ ওভারে ৬১ রানে অল আউট হয়। গেওয়াবুনিয়ার নিউটন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।