সোমবার ● ২২ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় দরিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা
মাগুরায় দরিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা
মাগুরা প্রতিনিধি :
দরিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতায় ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ (এসইআইপি) বিষয়ক কর্মশালা গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসইআইপি’র মনিটরিং এন্ড ইভালেশন অফিসার মঞ্জুরুল হক। প্রবন্ধে জানানো হয়, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের বাংলাদেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তুলেতে বর্তমান সরকার দরিদ্র বিমোচন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে জনশক্তির দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এ লক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ (সেইপ) বাস্তবায়ন করছে।‘উচ্চতর প্রবৃদ্ধির জন্য দক্ষ জনশক্তি’ এই বিষয়টিকে সামনে রেখে ২০১৪ সালের জুলাই মাসে শুরু হওয়া এ প্রকল্পের মাধ্যমে ২০২০ সালের মধ্যে দেশে ৫ লক্ষ দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে।
সম্পূর্ণ সরকারি খরচে এ প্রশিক্ষণ দেয়ার পাশপাশি প্রশিক্ষনার্থীদের ৭০ শতাংশের চাকুরীর সুযোগ রাখা হয়েছে। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য প্রশিক্ষণ কার্যক্রমে কমপক্ষে ৩০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। এ ছাড় সুবিধা বঞ্চিত মানুষ যেমন, ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠী, চর ও হাওরসহ দুর্গম এলাকার অধিবাসী, বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা ও প্রতিবন্ধী জনগোষ্ঠির কমপক্ষে ১ লক্ষ জনকে অগ্রাধিকার ভিত্তিতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানে সহায়তা করা হবে। প্রশিক্ষণ চলাকালে এ জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ভাতার পাশাপাশি বিশেষ বৃত্তি দেয়া হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, শিল্পসংস্থা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ মোট ২৪৮টি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষনার্থীরা তৈরি পোশাক ও টেক্সটাইল, নির্মাণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, লাইট ইঞ্জিনিয়ারিং, জাহাজ নির্মাণ, চামড়া ও পাদুকা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি, এগ্রো ফুড প্রসেসিং, নার্সিং এন্ড হেলথ টেকনলজিসহ মোট ৩৭টি বিষয়ে সরকারি খরচে প্রশিক্ষণ পাবে।
কর্মশালায় জেলা প্রশাসক আতিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজাদ জাহান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল আলম খান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক অলোক বোস প্রমুখ।
কর্মশালায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধিসহ ৪৫ জন প্রতিনিধি অংশ নেন।