মঙ্গলবার ● ২৩ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় পেট্রোলবোমা হামলায় ৫ শ্রমিক নিহতের ঘটনার মামলার সমস্ত বিচারিক কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত করা হয়েছে
মাগুরায় পেট্রোলবোমা হামলায় ৫ শ্রমিক নিহতের ঘটনার মামলার সমস্ত বিচারিক কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত করা হয়েছে
মাগুরা প্রতিনিধি ॥ মাগুরার চাঞ্চল্যকর পেট্রোল বোমা হামলায় ৫ শ্রমিক নিহতের ঘটনার মামলার বিচারিক কার্যক্রম হাইকোর্টের আদেশে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত স্থগিত করেছে। আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসেন গতকাল মঙ্গলবার দুপুরে মামলার সমস্ত কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।
আসামী পক্ষের আইনজীবী এ্যাভোকেট রোকনুজ্জামান খান জানান, মামলার ১ নম্বর আসামী মাগুরা জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ ৩১ জুলাই ২০১৭ তারিখে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের চার্জ গঠনের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মিফতা উদ্দিন চৌধুরী এবং বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চে মামলা বাতিল চেয়ে আবেদন করলে গত ১৫ নভেম্বর ২০১৭ তারিখে এক আদেশের মাধ্যমে হাইকোর্ট বেঞ্চ মামলার সকল কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী এ্যাডভোকেট সৈয়দ ফিরোজুর রহমান বলেন,‘গতকাল মঙ্গলবার মামলার সাক্ষীর দিন ধার্য্য ছিল। আমরা আদালতে সাক্ষী হাজিরা দিই কিন্তু আসামী পক্ষের আইনজীবীরা হাই কোর্টের আদেশের সত্যায়িত কপি মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে জমা দিলে বিচারক মামলার সমস্ত কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।’
উল্লেখ্য, বিএনপি জামায়াতসহ ২০ দলের অবরোধ চলাকালে গত ২১ মার্চ সন্ধ্যায় মাগুরা-যশোর সড়কের মঘির ঢালে ট্রাকে পেট্রোল বোমা হামলা করে আসামীরা। এ সময় ট্রাকের চালক, হেলপাসহ ৯ শ্রমিক অগ্নিদগ্ধ হয়। মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ওই রাতেই রওশন নামে এক শ্রমিকের মৃত্যু হয়। পরে চিকিৎসাধিন অবস্থায় ট্রাক চালক ইমরান, শ্রমিক মতিন, শাহিন, শাকিল ৪ জন মারা যায়। এ ঘটনায় পর দিন ২২ মার্চ এএসআই আব্দুল সালাম বাদী হয়ে মাগুরা সদর থানায় ২৬ জনকে আসামী করে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে। মামলার গ্রেফারকৃত ৩ আসামী সাদ্দাম, সবুজ ও রাসেল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তী মূলক জবানবন্দী প্রদান করে। দীর্ঘ তদন্ত শেষে মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ওসি ইমাউল হক ১৬ আগস্ট ২০১৫ তারিখে ২৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। ৩১ জুলাই ২০১৭ তারিখে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের চার্জ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। চার্জভুক্ত আসামীরা হচ্ছেন, মাগুরা জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ, জেলা জামাতের আমীর আলমগীর হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ, সাধারণ সম্পাদক আকরামুল হক চার্জভুক্ত জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি মনোয়ার হেসেন খান, জেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল মুস্তারাশেদ বাকের, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও সদর জামায়াতের আমির অধ্যাপক ফারুক হোসেন, মাগুরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, মাগুরার সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা কিজিল খান, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাড. মিজানুর রহমানসহ ছাত্রদল, রবিউল ইসলাম নয়ন, আবু তাহের সবুজ,জালাল মোল্যা, মাহাবুব হোসেন মাহাবুব, আল আমীন, জাকারিয়া হোসেন, বাদশা মিয়া, বাশি মিয়া, মো:এরশাদ, এ্যাডভোকেট অহিদুর রহমান সজল ও মো: হিট্টু বিশ্বাস। চার্জশীটে থাকা ২৩ জনের মধ্যে রাসেল নামে একজননের বিচার কাজ শিশু আইনে আওতায় নেয়ার জন্য আগেই শিশু আদালতে চলছে।