বৃহস্পতিবার ● ২৫ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিবিধ » মহাকবি মধুসূদন পদক পাচ্ছেন উপ-সচিব সাবিনা ইয়াসমিন
মহাকবি মধুসূদন পদক পাচ্ছেন উপ-সচিব সাবিনা ইয়াসমিন
এস ডব্লিউ নিউজ ॥
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের উপ-সচিব, পাইকগাছার কৃতি সন্তান ও বর্তমান সময়ের সৃষ্টিশীল প্রতিভার অধিকারী কবি সাবিনা ইয়াসমিন মালা ‘মহাকবি মধুসূদন পদক পাচ্ছেন। রচিত কাব্য গ্রন্থ ‘ফেরাবো অঙ্কুশে’ বইয়ের জন্য যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে “সৃষ্টিশীল কবিতা ও নাটক সাহিত্য” ক্যাটাগরিতে সাবিনা ইয়াসমিনকে ‘মহাকবি মধুসূদন পদক ২০১৮’ এর জন্য মনোনিত করা হয়। তিনি আজ শুক্রবার সন্ধ্যা ৬ টায় যশোর কেশবপুরের সাগরদাঁড়ীতে অনুষ্ঠিত মধুমেলা ২০১৮ এর সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার নিকট থেকে পদক গ্রহণ করবেন। উল্লেখ্য, সাবিনা ইয়াসমিন ১৯৭২ সালের ১ সেপ্টেম্বর খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের মেলেকপুরাইকাটী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা শহীদ শেখ মাহাতাব উদ্দীন মনি মিয়া, মাতা সালমা বেগম। প্রশাসনের উচ্চ পদে চাকুরীর পাশাপাশি তিনি নিয়মিত সাহিত্য চর্চা করেন। তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ লোভ দেখলেও জুঁই-চন্দন (১৯৯৪) এরপর প্রকাশিত গ্রন্থ হচ্ছে বলিতে ব্যাকুল (২০০০), পূর্ণিমার পর দিন (২০১০), জলে-জ্যোৎনায়, এই অবেলায় (২০১৩) নিঃস্বরের গান (২০১৪), ফেরাবো অঙ্কুশে (২০১৫), তমোঘœা মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস (২০১৫), চিবুকে নীল জোনাকি ও অপরাহ্নের পায়ে অন্যতম। সাবিনা ইয়াসমিন এর আগে জনপ্রশাসন পদক ২০১৭ ও উপকূল সাহিত্য পরিষদের বিশেষ সম্মাননা সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। এদিকে মধুসূদন পদকের জন্য মনোনীত হওয়ায় সাবিনা ইয়াসমিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপকূল সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, সভাপতি সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, সম্পাদক বিকাশেন্দু সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল আজিজ, শিবসা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু, সম্পাদক লুৎফা ইসলাম, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সভাপতি প্রকাশ ঘোষ বিধান সহ বিভিন্ন সামাজিক, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।