বৃহস্পতিবার ● ২৫ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছায় অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণ ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাসটেনেবল রিইন্টিগ্রেশন এন্ড ইমপ্র“ভড মাইগ্রেশন গভর্নেন্স ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ। স্বাগত বক্তব্য রাখেন, মাইগ্রেশন প্রোগ্রাম ডুমুরিয়ার ফিল্ড অর্গানাইজার সুজন দাশ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, মাইগ্রেশন প্রোগ্রাম খুলনার আরএসসি ম্যানেজার আফরোজা খাতুন। পাইকগাছার ফিল্ড অর্গানাইজার দেবাশীষ তরফদারের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, একটি বাড়ী একটি খামার প্রকল্প সমন্বয়কারী জয়ারানী রায়, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, এসএম আলাউদ্দীন সোহাগ, এসএম মোজাম্মেল হক, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, মোজাফফর হাসান, গোলাম সরোয়ার, লিনা জেসমিন, বিদেশ ফেরত বিনয় কৃষ্ণ বিশ্বাস, শামীম গাজী ও মোস্তাফিজুর রহমান।