শনিবার ● ২৭ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত
পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফফার জানান, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থীরা হলেন, ১০ম শ্রেণির আসির ফয়সাল, ৬ষ্ঠ শ্রেণির আল শাহরিয়ার রুম্মন, ১০ম শ্রেণির এসএ আহাদ সুমন, ৯ম শ্রেণির শাহরিয়ার আহম্মেদ জয়, ৬ষ্ঠ শ্রেণির ওয়াসিফ গফুর, ৮ম শ্রেণির রাহানুর রহমান হৃদয়, ৭ম শ্রেণির সৌগত সানা ও ৮ম শ্রেণির জাবির মাহমুদ। নির্বাচন কমিশনার ছিলেন, ফয়সাল আহম্মেদ, রাম নারায়ণ বাছাড় ও আকাশ মন্ডল। প্রধান শিক্ষক অজিত কুমার মন্ডল জানান, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থীরা হলেন, ৯ম শ্রেণির শেখ সিনতিয়া আহম্মেদ, ১০ম শ্রেণির নাফিসা আনজুম হৃদি, কামরুন নাহার মুনমুন, ৮ম শ্রেণির তাজমুন বাহার জুঁই, আরিয়ানা তামান্না, ৭ম শ্রেণির মেহেনাজ বিনতে আলী পায়েল, নন্দিনী পৃথা ও ৬ষ্ঠ শ্রেণির মৃদুলা মন্ডল। নির্বাচন কমিশনার ছিলেন, মিথিলা ফারজানা, মিথি মন্ডল ও খুর্শিদা আলম। প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল জানান, নির্বাচিত শিক্ষার্থীরা হলেন, ৩য় শ্রেণির নিরব বাছাড়, ৫ম শ্রেণির শাম্য সরকার, ৪র্থ শ্রেণির সাবর্ণী দেবনাথ সাহা, ৫ম শ্রেণির রোকনুজ্জামান রাকিব, ৩য় শ্রেণির জয় মন্ডল, ৪র্থ শ্রেণির নূবাঈদ জামান ও ৫শ শ্রেণির মেহেদী হাসান রুমি। নির্বাচন কমিশনার ছিলেন, রেশমি আফরোজ বৃষ্টি, সমিরা এনাম, হাসিবুল হাসান, রত্না বাছাড় কণা, জয়িতা দাশ জয়া, পায়েল রানী সানা সেতু, রাসেল রেজা, আতিকা রহমান ও রিফাত হোসেন।