বৃহস্পতিবার ● ১ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাম্বুলেন্স প্রদান
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাম্বুলেন্স প্রদান
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। খুলনা-৬ সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হকের প্রচেষ্টায় এ্যাম্বুলেন্স পেয়েছে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বুধবার বিকালে সচিবলায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশের নিকট চাবি প্রদান করার মাধ্যমে নতুন এ্যাম্বুলেন্স হস্তান্তর করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার সকালে এ্যাম্বুলেন্সটি স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, ডাঃ প্রশান্ত মন্ডল, ডাঃ মিঠুন দেবনাথ, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, নার্গিস বানু ও সাজেদা পারভীন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য, জেলা শহর থেকে অত্র উপজেলার দূরত্ব ৬৬ কিলোমিটার, যার ফলে পুরাতন এ্যাম্বুলেন্সে রোগী বহন নিয়ে সাধারণ মানুষের চরম দূর্ভোগ পেতে হতো। নতুন এ অত্যাধুনিক এ্যাম্বুলেন্সের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য রোগীকে অতিদ্রুত অনত্র পাঠানো সহজ হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।