শনিবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে এসএসসি পরীক্ষার হলে শিক্ষককে জরিমানা
নড়াইলে এসএসসি পরীক্ষার হলে শিক্ষককে জরিমানা
নড়াইল প্রতিনিধি।
নড়াইলের বাঐসোনা কেন্দ্রে গণিত বিষয়ের শিক্ষক মোল্যা এবাদত হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসএসসি পরীক্ষার হলে উত্তর বলে দেয়ার অভিযোগে শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে জরিমানা করা হয়।
জানা যায়, নড়াইলের নড়াগাতি থানার বাঐসোনা-কামসিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি গণিত পরীক্ষার সময় বাগুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবাদত হোসেন বহুনির্বাচনি প্রশ্নপত্র ফাঁস করে পরীক্ষার্থীদের সহযোগিতা করেন। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাসান ইমাম জানান, শিক্ষক ইবাদত হোসেনের দায়িত্ব না থাকা সত্ত্বেও পরীক্ষা কক্ষে প্রবেশ করে গণিতের বহুনির্বাচনি (এমসিকিউ) উত্তর বলে দেয়ার চেষ্টা করেন। এ ঘটনায় কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা ভ্রাম্যমাণ আদালতে ওই শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে সাতদিনের কারাদন্ড দিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া ইউএনও নাজমুল হুদা বলেন, পাবলিক পরীক্ষাসমূহ অপরাধ আইন ১৯৮০-এর ১২ ধারা মোতাবেক অপরাধীকে জরিমানা করা হয়েছে।