শুক্রবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » এক মাসে ২০ গরু চুরি; মাগুরায় চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
এক মাসে ২০ গরু চুরি; মাগুরায় চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
মাগুরা প্রতিনিধি॥ মাগুরা সদর উপজেলার রাউতাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে গরু চোর সন্দেহে কবির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করছে এলাকাবাসী। নিহত কবির পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার আড়–য়াকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান,বৃহস্পতিবার গভির রাতে কবির হোসেন রাউতাড়ার লুৎফর রহমানের গোয়াল ঘরে ঢোকে। তার উপস্থিতি টের পেয়ে লুৎফর রহমান চোর চোর বলে চিৎকার দেয়। এ সময় এলাকাবাসী সেখানে এসে কবির হোসেনকে পিটুনি দিলে সে মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে শুক্রবার সকালে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। ঘটনার তদন্ত চলছে।
এদিকে লুৎফর রহমানসহ এলাকার অনেকে জানান, বিগত এক মাসে রাউতাড়া ও আশেপাশের এলাকায় সংঘবদ্ধ গরু চোর চক্রের উপদ্রব বেড়েছে। চলতি ফেব্রুয়ারী মাসে সদর উপজেলার পশ্চিম রামনগর গ্রামের কুদ্দুস মাষ্টারের ৫ টি, সাইত্রিশ গ্রামের আতর আলীর ৬ টিসহ অন্তত ২০টি গরু চুরি হয়েছে। যা নিয়ে এলাকায় গরু চোর আতঙ্ক চলছিল।