রবিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে ইউপি চেয়ারম্যান হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
নড়াইলে ইউপি চেয়ারম্যান হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
ফরহাদ খান ও মাহফুজুল ইসলাম মুন্নু।
নড়াইলের দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ (৪৮) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নড়াইল-২ সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন, নিহত পলাশের বড় ভাই জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, ছোট ভাই মুক্ত রহমান প্রমুখ। বক্তারা আসামিদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে ফাঁসির দাবি জানান।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি রাতে নিহত পলাশের বড় ভাই মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু বাদী হয়ে শরীফ মনিরুজ্জামান মনিসহ ১৫ জনের নামে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। এ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। নড়াইলের দিঘলিয়া ইউপি চেয়ারম্যান ও লোহাগড়া উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক লতিফুর রহমান পলাশকে গত ১৫ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১২টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে গুলি করে এবং কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তার শরীরে একাধিক গুলি ও কোপের চিহৃ ছিল।