বুধবার ● ১৪ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » নড়াইল-২ আসনের এমপি হাফিজুর রহমানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন
নড়াইল-২ আসনের এমপি হাফিজুর রহমানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন
নড়াইল।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন করেছেন ভূক্তভোগীরা। মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন লোহাগড়ার কচুবাড়িয়া এলাকার ভূক্তভোগী মোস্তফা কামালসহ অন্যরা।
মোস্তফা কামাল জানান, নড়াইল-২ আসনের এমপি শেখ হাফিজুর রহমান ২০১৫ সালের ২৬ মে কচুবাড়িয়া এলাকায় ৭০ শতক জমি এবং পাশের ২০ শতক জমির পাট নষ্ট করে গরুর খামার করেন। তার ভাই গোলাম হায়দারকে ভয়ভীতি দেখিয়ে অর্ধেক মূল্যে ২০ শতক জমি দলিল করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া ৭০ শতক জমির ভাগিদারদের একসঙ্গে করতে না পারায় ওই জমি দলিল করে নেয়া সম্ভব হয়নি। প্রায় এক কোটি টাকার জমি জবর দখল করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া
ভূক্তভোগী মোস্তফা কামাল বলেন, এমপি শেখ হাফিজুর রহমানের লোকজন মোস্তফা কামাল এবং তার ভাই গোলাম হায়দারকে হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান বলেন, আমার বিরুদ্ধে যেসব
অভিযোগ করা হয়েছে তা ঠিক নয়।