শুক্রবার ● ১৬ মার্চ ২০১৮
প্রথম পাতা » নারী ও শিশু » মাগুরায় তিনটি বাল্য বিবাহ বন্ধ
মাগুরায় তিনটি বাল্য বিবাহ বন্ধ
মাগুরা প্রতিনিধি : গতকাল শুক্রবার নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত মাগুরা সদরে তিনটি বাল্য বিবাহ বন্ধ করেছে । স্বেচ্ছাসেবী সংস্থা শিশু নিলয় ফাউন্ডেশনের সহযোগিতায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান সদরের ঘোড়ানাচ গ্রামে ২ টি ও পৌরসভার ২ নং ওয়াডের ইসলামবাগ পাড়ায় ১টিসহ মোট তিনটি বাল্য বিবাহ বন্ধের নির্দেশ দেন ।
শিশু নিলয় ফাউন্ডে শনের প্রোগার অফিসার মোয়াজ্জেম হোসেন জানান, আমরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সদরের চাউলিয়া ইউনিয়নের ঘোড়ানাচ গ্রামের শওকত মোল্যার মেয়ে প্রিয়া খাতুন (১৫ ) ও একই গ্রাগের মধ্য পাড়ায় তুহিন মুন্সির মেয়ে আফরিন খাতুন (১৬ ) এর বাল্য বিবাহ বন্ধ করতে সক্ষম হই । কন্যার বয়সের জন্ম সনদের বয়স কম থাকায় উভয়ই অভিভাবককে মুচলেকা ও বয়স ১৮ বছর না হলে বিবাহ দেবেন না এই মর্মে অঙ্গীকার নামায় স্বাক্ষর করানো হয় । ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ পালিয়ে যায় ।
অন্য দিকে দুপুরের পর শহরের পাশ্ববতী পৌরসভার ২ নং ওয়ার্ডের ইসলাম বাগ পাড়ার জাফর শেখের কন্যা রাবেয়া খাতুনের (১৬ ) বিবাহ হচ্ছিল । আমরা গোপন সংবাদের সেখানে গিয়ে বাল্য বিবাহ বন্ধ করি । ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ পালিয়ে যায় । সেখানেও কনের পিতাকে মুচলেকা ও বয়স ১৮ বছর না হলে বিবাহ দেবেন না এই মর্মে অঙ্গীকার নামায় স্বাক্ষর করানো হয় ।