মঙ্গলবার ● ২০ মার্চ ২০১৮
প্রথম পাতা » সাহিত্য » পাইকগাছায় সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ৯২তম মৃত্যু বার্ষিকী পালিত
পাইকগাছায় সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ৯২তম মৃত্যু বার্ষিকী পালিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ৯২তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ২০ মার্চ মঙ্গলবার সকালে পাইকগাছা নতুন বাজারস্থ কার্যালয়ে সাহিত্যিকের ৯২তম মৃত্যু বার্ষিকী স্মরণ সভায় সভাপতিত্ব করেন কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। স্মরণ সভায় সাহিত্যিকের কর্মময় জীবনের উপর আলোচনা করেন, কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উপদেষ্টা কাজী জামান উল্লাহ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রাণ কৃষ্ণ দাশ, রাড়–লী সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি পঞ্চানন সানা, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সহ-সভাপতি নলিনী কান্ত সানা, আশিষ রায় চৌধুরী মিন্টু, রিপন হোসেন, মনিরুল ইসলাম, গোবিন্দ লাল রায়, প্রশান্ত রায় ও আরজু খাতুন। উল্লেখ্য, আব্দুল্লাহ উপন্যাসের লেখক সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হক ১৯২৬ সালের ২০ মার্চ পরলোকগমন করেন।