বৃহস্পতিবার ● ২২ মার্চ ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণ বিষয়ক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছায় অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণ বিষয়ক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণ ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে বুধবার সকালে রাড়–লী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম পাইকগাছার ফিল্ড অর্গানাইজার দেবাশীষ তরফদারের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন, দাকোপের ফিল্ড অর্গানাইজার চয়ন মহলদার। বক্তব্য রাখেন, ইউপি সচিব সঞ্জিব ঘোষ, ইউপি সদস্য নাছিমা বেগম, হোসনেয়ার বেগম, মর্জিনা বেগম, পিযুষ কান্তি বাপ্পী, মফিজুল ইসলাম, জাহান আলী গাজী, মজিদ গোলদার, রণজিত কুমার দাশ, সাত্তার গাজী, আবুল কালাম আজাদ, রেজাউল শেখ, প্রভাষক রবীন্দ্রনাথ কর্মকার, আ’লীগনেতা ডাঃ শংকর দেবনাথ, উত্তম কুমার ঘোষ, উদ্যোক্তা সুমন ও বেলজিয়াম থেকে প্রতারিত বিদেশ ফেরত শামীম গাজী ও সেলিম রেজা।