বৃহস্পতিবার ● ২২ মার্চ ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের কঠোর নির্দেশনা
পাইকগাছায় এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের কঠোর নির্দেশনা
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের এক প্রস্তুতি সভা বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইউএনও মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, হাবিবুল্লাহ বাহার, গোপাল চন্দ্র ঘোষ, শেখ ফারুক হোসেন, আজহার আলী, মেজবাহুল হক, মাওঃ সাইফুল্লাহ, সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার মন্ডল, রফিকুল ইসলাম, আমান উল্লাহ গাজী, নাথ বিষ্ণুপদ, প্রভাষক আলহাজ্ব শহিদুল ইসলাম, মশিউর রহমান ও বজলুর রহমান। সভায় আগামী ২ এপ্রিল অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্র সচিব ও পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে কঠোর নির্দেশনা প্রদান করে ইউএনও ফকরুল হাসান বলেন, দায়িত্বরত কর্মকর্তা, কেন্দ্র সচিব ও পুলিশ কর্মকর্তার উপস্থিতিও স্বাক্ষরে বিধি অনুযায়ী প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে সকল পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করে আসন নিশ্চিত করতে হবে। উক্ত সময়ের পরে কোন পরীক্ষার্থীকে কেন্দ্র প্রবেশ করতে দেয়া যাবে না। এর ব্যতিক্রম ঘটলে কেন্দ্র সচিব দায়ী থাকবে। কেন্দ্র সচিব ব্যাতিত অন্যকেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা অনুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার যাতে না করতে পারে তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কেন্দ্র সচিব শুধু একটি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ বিহিন সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষা কেন্দ্রের ২শ মিটারের মধ্যে কিংবা পরীক্ষা কেন্দ্রের অভ্যন্তরিন মোবাইল ফোন নিয়ে প্রবেশকারীকে তাৎক্ষনিক গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোন প্রকার অনিয়ম অথবা দায়িত্ব অবহেলার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা সহ বিভাগীয় মামলা করা হবে বলে কঠোর নির্দেশনা প্রদান করেন ইউএনও ফকরুল হাসান।