শুক্রবার ● ২৩ মার্চ ২০১৮
প্রথম পাতা » সাহিত্য » মাগুরায় সাহিত্যের ছোট পত্রিকা ‘দই’ প্রকাশনা উৎসব
মাগুরায় সাহিত্যের ছোট পত্রিকা ‘দই’ প্রকাশনা উৎসব
মাগুরা প্রতিনিধি ॥ মাগুরায় শুক্রবার বিকালে সাহিত্যের ছোট পত্রিকা ‘দই’ এর প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সৈয়দ আলি গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক বিবেকানন্দ মজুমদার।
দই সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজিত সাহিত্য সংগঠক কাজি আনম সিরাজুদ্দিন মিহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে বক্তব্য রাখেন অধ্যক্ষ কাজি ফিরোজ, আমন্ত্রিত অতিথি ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, অনিল দে মনি, শিকদার মনজুরুল আলম, এমএ হাকিম, এম মনিরুজ্জামান, সাংবাদিক আবু বাসার আখন্দ, দই পত্রিকার সহযোগী সম্পাদক সনজিত বসু, নির্বাহি সম্পাদক লিটন ঘোষ জয়সহ আরো অনেকে।
আলোচনা অনুষ্ঠান শেষে কবিতা আবৃত্তি এবং দই-চিড়ে আপ্যায়নের মধ্য দিয়ে ‘দই’ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।