সোমবার ● ২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন ২৮ পরীক্ষার্থী অনুপস্থিত
পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন ২৮ পরীক্ষার্থী অনুপস্থিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে উপজেলার ৬টি কেন্দ্র ও ৪টি ভেন্যু কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রথম দিন ১ হাজার ৯শ ৯৬ পরীক্ষার্থীদের মধ্যে ২৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। এদিকে পরীক্ষা চলাকালিন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান জানিয়েছেন। অধ্যক্ষ মিহির বরণ মন্ডল জানান, পাইকগাছা কলেজ কেন্দ্রে ২৮৫ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৩, সরকারি উচ্চ বিদ্যালয় বিএম কোর্স ভেন্যু কেন্দ্রে ৮০ পরীক্ষার্থীর শতভাগ উপস্থিত ছিল। অধ্যক্ষ রবিউল ইসলাম জানান, ফসিয়ার রহমান মহিলা কলেজ কেন্দ্রে ১৩৮ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২। অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার জানান, কপিলমুনি কলেজ কেন্দ্র ও কপিলমুনি-হরিঢালী মহিলা কলেজ ভেন্যু কেন্দ্রে ৪৩৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৫। অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ জানান, রাড়–লী আর কে বি কে হরিশ্চন্দ্র ইনস্টিটিউশন কেন্দ্র ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে ৪০৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৭। অধ্যক্ষ প্রণব কুমার গাইন জানান, গড়ইখালী শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রী কলেজ কেন্দ্র ৪৭৪ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৪ ও আলমশাহী ইনস্টিটিউট বিএম কোর্স ভেন্যু কেন্দ্রে ৪৯ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মোজাহার আলী জানান, পাইকগাছা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ১৩৪ পরীক্ষার্থীর মধ্যে ৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।