শনিবার ● ৭ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর
মাগুরায় কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর
মাগুরা প্রতিনিধি ॥ মাগুরার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। শুক্রবার সদর উপজেলার চাউলিয়া, জগদল ও মঘি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে যান। এ সময় তিনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ জগদল ইউনিয়নের রুপাটি, সৈয়দ রুপাটি, আজমপুর, ছোনপুরসহ কয়েকটি গ্রামের ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ প্রদান করেন। এছাড়াও বিভিন্ন ভাবে সরকারি সহযোগিতার আশ্বাস দেন। উল্লেখ্য, গত ৩০ মার্চ শুক্রবার বিকালে কাল বৈশাখী ঝড়ে মাগুরা সদর উপজেলার ছোনপুর, মাধবপুর, জগদল, বেরইল পলিতা, মঘি, মহম্মপুরের বিনোদপুর, রাজাপুর কালীশংকরপুরসহ জেলার বেশ কয়েকটি গ্রামে আঘাত হানে। এতে প্রায় ৩ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যায় ও ২শতাধিক কাচা ঘরবাড়ি ধ্বংস হয়।
জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্থদের তালিকা করে প্রয়োজন অনুযায়ী টিন ও খাবার চাউলের ব্যবস্থা করা হয়েছে। গত ২ এপ্রিল খুলনা বিভাগীয় কমিশনার কাল বৈশাখী ঝড়ের কবলে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।