শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

SW News24
রবিবার ● ২২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » সাহিত্য » “নয়ন জলে লেখা”
প্রথম পাতা » সাহিত্য » “নয়ন জলে লেখা”
৫৩১ বার পঠিত
রবিবার ● ২২ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

“নয়ন জলে লেখা”

---

শেখ শাহেদ ফারসী-

জয় বাংলা জয়ের কন্ঠ
মিছিল-মিছিল বিজয়ে গাঁথা ‘
নয়ন জলেতেই লেখা আছে
১৬ই ডিসেম্বর এর ইতিকথা
লাখ বঞ্চিত মাওবোনের আর বীরাঙ্গনা
জননীর বিজীত এই রক্তিম স্বাধীনতা
পূত রক্তাক্ত সম্ভ্রমে, ছড়ান-ছিটান
লাশে-লাশে ঘর গাঁয়ের ধ্বর্ষিত ব্যাথা
প্রাপ্তির নীশান ঐ ইজ্জতের বিনিময়ে
গর্বিত পতাকা বীর বাঙ্গালীরা ছিনিয়ে আনে
জীবন্ত লাশে উলঙ্গ সম্ভ্রম,
হল যে রক্ত-ক্ষরন সবুজ পাতাকার বুকেতে
বিপন্ন সাক্ষী, অগ্নী দৃষ্টিতে-পাক জান্তারা
মেধা শুন্য বাঙ্গালী নিধন শুরু করে-

লাশের স্তুপে মলয় ডিঙিয়ে রক্তশ্রোতে
লাশের ভেলায় লেখাছিল বিজয় ১৬ ডিসেম্বরে
বুলেট বিদ্ধ, উপড়ান চোখ, রক্তাক্ত ক্লান্ত দেহ,
দুই নয়ণ সংগ্রামী- রক্তিম বুকের জমিনে
বীর বাঙ্গালীরা রক্তাক্ত ইতিহাস
রচনা করে, মানচিত্র আঁকে-

ফুল ফলে  ভরা সবুজ বাংলায় রক্তাক্ত ডানায়
পাখীরা উড়ে-উড়ে দিগন্ত হারাইল
সদ্যস্বাধীন সোনার বাংলা গানটি
সহস্র শতাব্দীর কন্ঠ ভরে ভরে
সুর তুলিছে নিত্য নব-নব নাব্যতার
মধুজোছনার মতনই সুর লহরীতে-
অবশেষে রক্তে অর্জিত বিজয় এল
রক্তস্নাত জনপদ স্বাধীন হলে

জীবন বাজীতে লক্ষ সেনারা ঝাপিয়ে পড়ে
আমৃত্য শহীদ জিয়ার কমান্ডে
ফুলে ফুলে ও শ্রদ্ধাঞ্জলীতে অবাঞ্চিত
লক্ষ জনতার নয়ন জলেতেই ভিজে গেল
জাতীয় পিতা বঙ্গ-বন্ধুর মাজারের
গভীরের স্পর্শে, বাঙ্গালীর অস্তীত্ত্বে-

“কে শুধিবে এমনই রক্তমাখা
স্মৃতিময় ঋৃণ অবঅয়বে
যে দলির সত্যায়িত হয়েছিল
বঙ্গবন্ধুর বুকের তাজা রক্তে লিখে”-………

বাংলাদেশ- বাংলাদেশ- বাংলাদেশ





আর্কাইভ