রবিবার ● ২২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় লোডশেডিং এর প্রতিবাদ ও গ্রীড পাওয়ার ষ্টেশন স্থাপনের দাবীতে ধর্মঘট ও মানববন্ধন
পাইকগাছায় লোডশেডিং এর প্রতিবাদ ও গ্রীড পাওয়ার ষ্টেশন স্থাপনের দাবীতে ধর্মঘট ও মানববন্ধন
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় ঘন ঘন লোডশেডিং এর প্রতিবাদ ও বিদ্যুতের গ্রীড পাওয়ার ষ্টেশন স্থাপনের দাবীতে ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। পাইকগাছা নাগরিক কমিটির উদ্যোগে রোববার সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌর বাজারের সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান ১ ঘন্টা বন্ধ রেখে ধর্মঘট এবং পৌরসভার সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, নাগরিক কমিটির নেতা শেখ আব্দুস সোবহান, আলহাজ্ব কাজী আজিজুল করিম, শামছুল হুদা খোকন, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবুল কালাম আজাদ, সাংবাদিক আলাউদ্দীন রাজা, কৃষ্ণ রায় ও আশিক মাহমুদ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে লোডশেডিং বন্ধ এবং স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে অত্র এলাকার বিদ্যুতের একটি গ্রীড পাওয়ার ষ্টেশন স্থাপনের দাবী জানান।